• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

যশোরে ৩ দিনব্যাপী গুড় মেলার উদ্বোধন

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ২২:৫২
ছবি: সংগৃহীত।

‘স্বাদে সেরা গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা’—এ প্রতিপাদ্যকে তুলে ধরে শুরু হয়েছে তিন দিনব্যাপী গুড় মেলা।

বুধবার (১৫ জানুয়ারি) যশোরের চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

এরপর তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় স্টল মালিক, গাছি ও ব্যবসায়ীদের সঙ্গে ভেজালমুক্ত গুড় তৈরি ও সঠিক কৌশলে বাজার জাতকরণ বিষয়ে কথা বলেন তিনি।

মেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলার আয়োজক সুস্মিতা সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

মেলায় গুড়, পাটালিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীর ৪০টির মতো স্টল বসেছে। আগামী শুক্রবার তিন দিনের এ গুড় মেলা শেষ হবে। মেলায় সুলভমূল্যে ভেজালমুক্ত গুড় কেনার সুযোগ থাকছে।

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকের সঙ্গে পালানোর সময় প্রাণ গেল প্রেমিকার
যশোরে সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী ও নারী নিহত
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ২
বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক