• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক দলের কেউ নয়, দাবি জেলা যুবদলের

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ১৫ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫
ছবি : আরটিভি

কুমিল্লার নাঙ্গলকোটে দুই নারীকে সমিলে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. মহসিন যুবদলের কোনো সদস্য নন বলে দাবি করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু।

সংবাদ সম্মেলনে ফরিদ উদ্দিন শিবলু জানান, ৯ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে সমিলের ভেতরে দুই নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. মহসিনের নাম বিভিন্ন গণমাধ্যমে যুবদল নেতার সঙ্গে সম্পৃক্ত করা হয়, যা ভিত্তিহীন। নাঙ্গলকোট যুবদলের কোনো কমিটি নেই এবং প্রাথমিক সদস্য তালিকাতেও তার নাম নেই।

ফরিদ উদ্দিন শিবলু আরও দাবি করেন, মহসিন আসলে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী ও সক্রিয় কর্মী। যুবদলের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনায় মহসিনকে জড়ানো হয়েছে।

ফরিদ উদ্দিন শিবলু বলেন, যুবদলের কেউ অপরাধে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মো. শাহ আলম, সাইফুল ইসলাম রনি, অ্যাডভোকেট মাসুদ হাসান টিপু, তুষার পাল, কামাল হোসেন ও সোহেল রানা।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণের অভিযোগ
দেশীয় অস্ত্রসহ জাকির ও লিটন আটক
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু