• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

গোপালগঞ্জে গাড়িচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর 

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৪১
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুরের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনও গাড়ি তাদের চাপা দিয়েছে।

তিনি আরও বলেন, যদিও আমরা খবর পেয়েছি, সকাল সাড়ে ৭টার পর কিন্তু দুর্ঘটনা ঘটেছে আরও আগে সকাল ৬টার দিকে। স্থানীয়রা সড়কের পাশে তিন জনসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে আমাদের জানিয়েছেন। পরে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা ঘাতক বাহনটিকে শনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত 
পাইকগাছায় সড়কে বেপরোয়া খড়বোঝাই নছিমন, ঘটছে দুর্ঘটনা
ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
তিন দিন পর বিয়ে, সড়কে প্রাণ গেল হুমায়ুনের