• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের স্ত্রীর

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৭
ছবি : আরটিভি

বরিশালের বাকেরগঞ্জে সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সেনা সদস্যের স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় সেনা সদস্য ও তার আড়াই বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাকেরগঞ্জের দুধলমৌ বাসস্ট্যান্ড-সংলগ্ন সাইনবোর্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো হোসনে আরা (৩২) ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা ও লেবুখালী ক্যান্টনমেন্টে কর্মরত ল্যা. করপোরাল মো. বুলবুলের স্ত্রী। আহতরা হলেন- ল্যা. করপোরাল মো. বুলবুল (৩৫) ও তার ছেলে আদিয়ান (৩০ মাস)। আহত বুলবুল চাকরির কারণে দুধলমৌ এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্য সপরিবারে মোটরসাইকেলযোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাচ্ছিলেন। পথে দুধলমৌ বাসস্ট্যান্ড-সংলগ্ন সাইনবোর্ড নামক স্থানে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হোসনে আরা প্রাণ হারান। এ সময় বুলবুল ও তার শিশু সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিএমএইচে পাঠান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে রাত ১২টায় আহতদের ঢাকার সিএমএইচে পাঠানো হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বাসটি লেবুখালী ক্যান্টনমেন্টের সেনা সদস্যরা জব্দ করেছেন। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবজাতককে সেতু থেকে নদীতে ফেলে দিলেন মা
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত 
ঘোড়াশালে ট্রাক-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
তিন দিন পর বিয়ে, সড়কে প্রাণ গেল হুমায়ুনের