বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পলাতক আসামি গ্রেপ্তার

আরটিভি নিউজ

রোববার, ১৯ জানুয়ারি ২০২৫ , ০৪:৪০ এএম


বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পলাতক আসামি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

বগুড়া জেলা পুলিশের অভিযানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই আসামির নাম মোহাম্মদ শাহাদাত হোসেন কলম (৩৪)। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। 

তিনি বলেন, গত ১৪ জানুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর গ্রামে ছিনতাইকালে স্থানীয় জনগণের ধাওয়া খেয়ে মোটরসাইকেলযোগে পালানোর সময় আদমদীঘি থানাধীন ছাতিয়ান গ্রামে পৌঁছালে উত্তেজিত জনতা রাজু পালোয়ান (২৯) ও কলমকে (৩৪) আটক করে। শাহাদাত হোসেন কলমের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি ও ছিনতাইসহ সর্বমোট ৪টি মামলা রয়েছে। এ সময় উত্তেজিত জনতা তাদের মারপিট করলে গুরুতর আহত হন তারা। পরে ৯৯৯ এর মাধ্যমে আদমদীঘি থানা পুলিশ তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে শ জি মে ক হাসপাতালে পুলিশ পাহারায় রাখা হয় ছিনতাইকারীদের। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরবর্তীতে গত ১৬ জানুয়ারি দুপুরে আসামি শাহাদাত হোসেন কলম কর্মরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে বগুড়া জেলা পুলিশ, আদমদীঘি থানা ও ডিবি বগুড়ার একাধিক টিম, বগুড়াসহ আশেপাশের বিভিন্ন জেলায় একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ডিবি পুলিশের সহায়তায় আদমদিঘী থানার একটি টিম নওগাঁর নিয়ামতপুর থানাধীন নেহেন্দা গ্রাম হতে পলাতক আসামি শাহাদাত হোসেন কলমকে গ্রেপ্তার করে। 

পরবর্তীতে ডিবির একটি টিম, বগুড়া সদর থানার মালতি নগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি কলমকে পালিয়ে যেতে সহায়তাকারী শাকিলকে (৩২) গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী আসামির বাসার উঠানে রাখায় ইটের স্তুপের ভেতর থেকে হাতকড়াটি উদ্ধার করা হয়। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission