ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

হাকিমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ০৩:১২ পিএম


loading/img
ছবি : আরটিভি

আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী হাকিমপুর প্রেস ক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

বিজ্ঞাপন

দিনটি উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) রাত ৮টায় হিলি রেলস্টেশন সড়কে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা সাংবাদিকদের প্রতি সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। সেই সঙ্গে কোনো পক্ষের কাছে বিক্রি না হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে প্রেসক্লাবের মৃত্যুবরণকারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এর পরে সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেককাটা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সিনিয়র সাংবাদিক আলতাব হোসেন, রমেন বসাক, মোস্তাফিজুর রহমান মিলনসহ অনেকেই। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |