শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা
চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নানুপুর ইউনিয়নের নৌকার নির্বাচিত চেয়ারম্যান নুরুন্নবী রৌশনকে। শনিবার (১৮ জানুয়ারি) নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়ের মাঠে আয়োজনে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সেমি ফাইনালে তাকে প্রধান অতিথি করা হয়। টুর্নামেন্টের ব্যানারটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠলে পরেরদিন ১৯ জানুয়ারি নানুপুর ইউনিয়ন বিএনপির সদস্য হামিদুল্লাহকে দলীয় প্যাডে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী।
নোটিশে বলা হয়, দলীয় সভার আলোচনা ব্যতীত বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ জিয়াউর রহমানের নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে আপনি পতিত স্বৈরাচারের দোসর, উপজেলা আওয়ামী লীগের পদধারী ও মনোনীত চেয়ারম্যানকে প্রধান অতিথি করায় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায়, কেন দলের পদ-পদবি হতে আপনাকে অব্যাহতি দেওয়া হবে না তা ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসরের জন্য দেশ ধ্বংস হয়ে গেছে। তাদেরকে নিয়ে যদি এমন অনুষ্ঠান করা হয় তাহলে তো আর ঠিক হবে না। যারা কাজটি করেছে তাদেরকে শোকজ করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারে তাহলে হামিদুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হবে।
আরটিভি/এমকে/এস
মন্তব্য করুন