ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বকশীগঞ্জে নাশকাতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫ , ০৩:৪৫ পিএম


loading/img

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় স্বেচ্ছাবেক লীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে জাকির হোসেন ও এরশাদ মিয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাকির হোসেন মেরুর চর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে এবং এরশাদ মিয়া একই গ্রামের আ. ছালামের ছেলে।

বিজ্ঞাপন

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এরশাদ হোসেনকে জব্বারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। একই রাতে জাকির হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ওই দুইজনকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/একে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |