ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

টেকনাফ পুলিশের অভিযানে ১৫ জন অপহৃতকে উদ্ধার, আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫ , ১১:১৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

কক্সবাজারের টেকনাফ পুলিশের অভিযানে ১৫ জন অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া গহিন পাহাড় থেকে ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি ওই দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- বাহার ছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকার বাসিন্দা মো. হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)।

বিজ্ঞাপন

তবে এ সময় বেশকিছু অপহরণকারী পালিয়ে যায় বলে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া সাকিনস্থ নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ির পেছনে পাহাড়ের চূড়ায় বেশকিছু লোকজনকে মুক্তিপণের জন্য জিম্মি করে রাখে। সেখানে অভিযান চালিয়ে ৬ জন শিশু, ১০ জন রোহিঙ্গা ও ৫ জন স্থানীয়কে উদ্ধার করা হয়।’

কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বাংলাদেশি ও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরাণার্থীদের নিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |