ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ঠোঁট কাটা রক্তাক্ত মেয়ের ভিডিও দেখে বাবার হার্ট অ্যাটাক

আরটিভি নিউজ

রোববার, ২৬ জানুয়ারি ২০২৫ , ১১:২৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

৬ দিন ধরে নিখোঁজ ফরিদপুরের ভাঙ্গার পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রী। শনিবার (২৫ জানুয়ারি) রাত থেকে অজ্ঞাত সড়কের পাশে ঠোঁট কাটা রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীর কান্নার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।  আর সেটি দেখে হার্ট অ্যাটাক করেছেন তার বাবা।

বিজ্ঞাপন

এদিকে ভাইরাল হওয়া ভিডিওটা কোন থানা এলাকায় এখনও তথ্য পায়নি স্বজন ও পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে রোববার (২৬ জানুয়ারি)  ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভাঙ্গা উপজেলার উত্তর কাউলীবেড়া গ্রামের ওই ছাত্রী মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পায়নি। 

বিজ্ঞাপন

শনিবার (২৫ জানুয়ারি)  দিনগত রাত থেকে অজ্ঞাত সড়কের পাশে ঠোঁট কাটা রক্তাক্ত অবস্থায় সে বসে কাঁদছিল। এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। অজ্ঞাত সড়কের পাশে আহত মেয়েটির ভিডিও দেখে বাবা হৃদরোগে আক্রান্ত হন। তার  অবস্থা আশঙ্কাজনক বলে জানায় গ্রামবাসী।

এলাকাবাসী জানিয়েছে, কওমি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে লেখাপড়া করতো। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, কেউ তাকে তুলে নিয়ে যাওয়ার সময় মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে অথবা কেউ তাকে তুলে নিয়ে ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে গেছে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, মেয়েটি নিখোঁজ হওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে রক্তাক্ত অবস্থায় ওই মেয়েটির ভিডিওটা দেখেছি। বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়েছে। ওই মেয়ে মূলত ওই নিখোঁজ মাদ্রাসাছাত্রী নাকি অন্য কেউ সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তাকে সন্ধান করে উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |