ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী আটক

আরটিভি নিউজ

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ , ০৭:২২ পিএম


loading/img

বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

সোমবার (২৭ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালতি হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর অপারেশন দলটি কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার সময় অপারেশন দলটি ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামে দুই জন কেএনএফ সন্ত্রাসীকে আটক করে। জানা যায়, আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ এ অভিযান পরিচালনা করছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |