• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

প্রবাসফেরত যুবককে মানহানি, প্রাণনাশের হুমকি 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৫, ২১:৪০
প্রবাসফেরত যুবককে মানহানি, প্রাণনাশের হুমকি 
ছবি : আরটিভি

স্থানীয় একটি কোম্পানির কাছে জমি বিক্রি না করায় প্রবাসফেরত এক যুবকের মানহানি, অপপ্রচার ও তার প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই প্রবাসী যুবক।

মো. হাসান নামে ওই যুবকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী প্রবাসফেরত যুবক মো. হাসান বলেন, ‘স্থানীয় একটি কোম্পানির কাছে দালালদের মাধ্যমে জমি বিক্রি না করায় ইলিয়াসদি এলাকার ইসমাঈল, মোসা. রিমু, নুরুজ্জামান ও আনোয়ার আলী গংরা আমাদের ওপর হামলা করে আহত করেছে। পরবর্তীতে তারা থানায় গিয়ে উল্টো মিথ্যা অভিযোগ করে এবং বিভিন্নভাবে অপপ্রচার করে মানহানি করছে আমার ও আমার পরিবারের।’

মো. হাসান অভিযোগ করেন, ‘আমাকে ও আমার পরিবারকে তারা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এখন আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছি। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে কলেজছাত্র হত্যা ও যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেপ্তার ৯
টাঙ্গাইলে যুবককে গলা কেটে হত্যা
কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে যুবকের মোবাইল ছিনতাই
সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই যুবক গুলিতে নিহত