নারী ফুটবল খেলা আয়োজন, মাঠ ঘেরাও করে টিনের বেড়া ভাঙচুর

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ১০:২৮ এএম


নারী ফুটবল খেলা আয়োজন, মাঠ ঘেরাও করে টিনের বেড়া ভাঙচুর

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে নারী ফুটবল টিমের খেলা আয়োজন করায় ঘেরাও করা টিনের বেড়া ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আসরের নামাজের পর এলাকার বিক্ষুব্ধ মুসল্লি ও মাদরাসার ছাত্ররা জড়ো হয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে অবস্থা আরও বেগতিক হয়ে যায়।

জানা গেছে, আক্কেলপুরের তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠ টিন দিয়ে ঘেরাও করে ফুটবল খেলার আয়োজন করা হয়। স্থানীয় টি স্টার ক্লাবের উদ্যোগে প্রায় দেড় মাস ধরে ফুটবল খেলা চলছিল। খেলা দেখার জন্য টিকিট চালু করা হয়েছিল। প্রতিটি ম্যাচে মাটিতে বসে ৩০ টাকা ও চেয়ার বসে ৭০ টাকা। সম্প্রতি ওই খেলার মাঠের টিনের বেড়া খুলতে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা দর্শক ও আয়োজকদের রোষানলে পড়েছিলেন। এ ঘটনায় তিলকপুর ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিলেন। ওই মাঠে বুধবার (২৯ জানুয়ারি) জয়পুরহাট ও রংপুর নারী দলের ফুটবল টুর্নামেন্ট আয়োজন কথা ছিল। এলাকায় তা প্রচার করা হয়। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মঙ্গলবার আসরের নামাজের পর তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে জড়ো হন। এরপর তারা সেখান থেকে গিয়ে খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ মুসল্লিদের বক্তব্য ও ভাঙচুরের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মো. মেজবাউল মণ্ডল নামে একটি আইডি থেকে লাইভে সম্প্রচার করা হয়। ২৪ মিনিট ৫৪ সেকেন্ড সময় ধরে লাইভ চালানো হয়েছে। সেখানে দেখা যায়, তিলকপুর রেলস্টেশনের সামনে স্বাধীনতা চত্বরে মুসল্লি ও মাদরাসার শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে কয়েকজন মাওলানা বক্তব্য দেন।

তাদের একজনকে বলতে শোনা যায়, আমরা কয়েক দিন থেকে জানতে পারছি আবার সেই মেয়ে খেলা নিয়ে তারা ব্যস্ত রয়েছে। আসলে আপনারা জানেন, আমরা মুসলমান মেয়েদেরকে ঘরে রাখার জন্য আল্লাহ্তালা বলেছেন। তারা পর্দার মধ্যে থাকবেন। সেই মেয়েদের এনে লেলিয়ে দিয়ে যুবকদের ব্যভিচার কাজে অগ্রসর করছে। যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে তারাই সফলকাম। তিলকপুরের বিভিন্ন মাদরাসাগুলোতে কোরাআন শিক্ষার আদর্শ গড়ে উঠছে। আর আপনারা সেই আদর্শকে নস্যাৎ করার জন্য লেগেছেন। মেয়েদের লেলিয়ে দিয়ে যারা অর্থ উপার্জন করতে চান। আমি তাদের সতর্ক করতে চাই, আপনারা সাবধান হোন। আগামী দিনে মেয়েদের খেলা বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করেন তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এরপর সেখান থেকে স্লোগান দিতে-দিতে তারা তিলকপুর উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে টিনের বেড়া ভাঙচুর করে।

টি-স্টার ক্লাবের সভাপতির পদে রয়েছেন আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন। তিনি বলেন, ওই মাঠে ছেলেদের খেলা হচ্ছিল। বুধবার বিকেলে জয়পুরহাট-রংপুর নারী ফুটবল দলের খেলা ছিল। মঙ্গলবার আসরের নামাজের পর মাদ্রাসার ছাত্রসহ মুসল্লিরা খেলার মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভেঙে দিয়েছেন। এতে লাখ টাকার টিন নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ইউএনও মহোদয় খেলার বিষয়ে নিষেধ করেছিল। মাদরাসার ছাত্ররা গিয়ে সম্ভবত প্যান্ডেল বা যা ছিল তা খুলে ফেলেছে। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি।
  
এ ব্যাপারে জানতে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলমের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission