ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শেরপুরে ট্রাকচাপায় নিহত ৩

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫ , ১২:৫০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

শেরপুর পৌরসভার মোবারকপুর এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও তিনজন। 

বিজ্ঞাপন

বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে আল আমীন (১৮), একই গ্রামের ইলিয়াস উদ্দিন মেম্বারের ছেলে ইমরান মিয়া (২০) ও তৃতীয় লিঙ্গের অজ্ঞাত একজন। আহত তিনজনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ জুন রাত ৯টার দিকে ৬ জন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি শেরপুর টাউনে আসছিলো। পরে মোবারকপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আল আমীন (১৮) ও অজ্ঞাত তৃতীয় লিঙ্গের যাত্রীর মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত ইমরান মিয়াকে (২০) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার মো. আব্দুল কাদের সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে শেরপুর সদর থানার এসআই আয়নাল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |