সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৯:৫৮ পিএম


সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার
ছবি: আরটিভি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশ। 

রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলাসহ ঢাকায় কয়েকটি মামলা আছে।

বিজ্ঞাপন

নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তারের পর তাকে নগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়। সেখানে মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার সাংবাদিকদের বলেন, নুরুজ্জামান আহমেদকে গত ৪ আগস্ট রংপুর সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার সংসদ সদস্য হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আরটিভি/এমএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission