ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাসার ওই গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে৷
নিহতের স্বজনরা জানান, পাশ্ববর্তী ইন্দ্রপাশা গ্রামের নাজমুল হাসান খানের সঙ্গে আবুল বাসারের পূর্বশত্রুতা ছিল৷ সন্ধ্যায় নাজমুল হাসান দক্ষিণ সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ধারালো অস্ত্র দিয়ে শরীরে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দেখে আবুল বাসারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ডা. তমাল হালদার তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে উপজেলার গালুয়া এলাকায় এলমা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।
এ ব্যাপারে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, মরদেহ দুটি সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমকে