সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩৩ পিএম


সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গাজীপুর টু মদনপুর সড়কের এশিয়ান হাইওয়ের বস্তল এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বিজ্ঞাপন

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর টু মদনপুর হাইওয়ে সড়কের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের  বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কাভার্ডভ্যান চালক বরিশাল জেলার বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. আলমগীর হোসেন (৪২)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি নারায়ণগঞ্জ থেকে সুতা বোঝাই করে মাধবদীর উদ্দেশ্যে রওনা হয়। কাভার্ডভ্যানটি নয়াপুর এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক কাজী আনোয়ার হোসেন এবং তার ছেলে কাজী আরাফ গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে প্রেরণ করা হলে কাজী আনোয়ার রাস্তায় মৃত্যুবরণ করেন। কাজী আনোয়ারের ছেলে কাজী আরাফ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়। চালকসহ গাড়িটি জব্দ করে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।

নিহত কাজী আনোয়ার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকার মৃত কাজী মহিউদ্দিনের ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, ‘গাড়িসহ চালককে পুলিশ আটক করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরটিভি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission