ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক প্যানেল ও কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) নগরীর পাটগুদাম এলাকায় দুপুরে অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আসিফ হোসেন ডন ছাত্র আন্দোলনের রেদোয়ান আহমেদ সাগর হত্যা মামলার আসামি। এ ছাড়াও তিনি বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলার আসামি। গত ২৫ অক্টোবর একটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এরপর গত ২৫ ডিসেম্বর আদালত তাকে জামিন দিলে তিনি আবারও পালিয়ে যান। ১ ফেব্রুয়ারি পাটগুদাম এলাকা থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়।’
উল্লেখ্য, সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডন ১নং প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
আরটিভি/এমকে