দিনাজপুরের হিলিতে প্রমীলা ফুটবল ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে বাধা, হামলা-ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটেছিল, অবশেষে বৃহস্পতিবার সেই মাঠে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে সম্প্রীতির বার্তা পৌঁছে দিল একঝাঁক ক্ষুদে নারী ফুটবলার।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ৯ দিন পর পণ্ড হওয়া এই খেলায় অংশ নেয় দিনাজপুর বনাম রংপুর নারী ফুটবল দল। দুটি দলই নৈপুণ্যে ও ঝলকে মেতে ওঠে সারা মাঠ। তারা মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত গড়িয়েছে ফুটবল। ছিল মাঠের কানায় কানায় পূর্ণ দর্শকদের উপস্থিতি, ছিল উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশও।
রংপুর নারী ফুটবল দল দিনাজপুর নারী ফুটবল দলকে এক গোলে হারিয়ে বিজয়ী হয়েছে।
আয়োজক কমিটির সদস্য বখতিয়ার আহমেদ বলেন, ২৮ জানুয়ারি তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাড়তি আনন্দ দেওয়ার জন্য বাওনা মাঠে প্রমীলা ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
স্থানীয় তৌহিদি জনতা খেলা বন্ধ করে দিয়ে হামলা চালায়। অনেকে আহত হয়। ঘটনাটি প্রধান উপদেষ্টার নজরে আসলে তিনি পুনরায় খেলার ব্যবস্থা আয়োজনে প্রশাসনকে নির্দেশ দেন। সেই বন্ধ হওয়া খেলা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। শত শত মানুষ খেলা উপভোগ করেছে। আমাদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, খেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আমাদের পক্ষ থেকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল। কোন ধরণের বিঘ্ন ঘটেনি।
আরটিভি/এএএ-টি