অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রাদিয়া ইসলাম প্রিয়ামনি (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রিয়ামনি শহরের বাদুরতলী এলাকার বাসিন্দা পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্বজনরা জানান, শনিবার বিকালে কোচিং ক্লাশ শেষে অটোবাইকে বাসায় ফিরছিল। এ সময় অটোর চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে যায় প্রিয়ামনির। সহপাঠীরা অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/এমকে