গাজীপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
পুলিশ ও শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে গাজীপুরের ছায়াবিথী এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করেন আওয়ামী লীগ সন্ত্রাসীরা। তার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পতীত সরকার ও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, যে পর্যন্ত পতীত সরকার ও স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সন্ত্রাসী আওয়ামী লীগ নেতাকর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি বর্ষণকারীদের গ্রেপ্তার করা না হবে সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ‘গাজীপুরে আন্দোলনকারীদের হামলা ও গুলি করার প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেন।’
আরটিভি/এমকে