ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহ্বায়ক কমিটি ঘোষণা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:৩৫ এএম


loading/img
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, ১নং যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু (মাঝে) ও সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মিলনকে আহ্বায়ক, ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করে সংশোধিত আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে জেলার পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে তিন দফা নির্দেশনাও দেওয়া হয়েছে। তা হলো-

বিজ্ঞাপন

(ক). গাজীপুর জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটিসমূহ অনুমোদিত হবে। 

(খ). গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে। 

(গ). আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলাধীন সকল স্তরের ইউনিটসমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করবে।

বিজ্ঞাপন

এর আগে, গত ২ ফেব্রুয়ারি মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওইদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। 

ওই কমিটিতে আহ্বায়ক হন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন। সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান হন ১ নম্বর যুগ্ম আহ্বায়ক। আর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |