মানিকগঞ্জের ঘিওরে দায়িত্বরত অবস্থায় রফিকুল ইসলাম (৪৮) নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঘিওর থানায় এ ঘটনা ঘটে।
রফিকুল ইসলাম টাঙ্গাইল জেলার কালিহাতী থানার করুয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
ঘিওর পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রাত ৮টা থেকে থানার অফিস গেটে দায়িত্ব পালন করছিলেন। রাত ১০টা পর্যন্ত ছিল তার দায়িত্ব। সেখানে দায়িত্ব পালন শুরুর কিছুক্ষণ পরেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন রফিকুল। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদ হাসান জানান, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। হঠাৎই তার ডায়াবেটিস শূন্য হওয়ায় তিনি মারা যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, থানায় দায়িত্ব পালনকালে রাত সোয়া আটটার দিকে কনস্টেবল রফিকুল অসুস্থ হয়ে পড়েন। আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে, তাদের নির্দেশে রফিকুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।
আরটিভি/এএএ