ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

খুলনায় ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:১৩ পিএম


loading/img

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের নৌকার চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাকা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বস্থরের ছাত্র জনতা ও সাধারণ জনগণের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার খুনি হাসিনার দোসর পুলিশের এসপি তরিকুল ইসলাম উজ্জলের পিতা রাড়ুলী ইউনিয়নের নৌকার চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় আরও বড় ধরনের আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

মানববন্ধনে ছাত্র সমন্বয়ক মো. ইব্রাহিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন হান্নান গাজী, মো. বাচ্চু গাজী, মাসুদ রানা, ইকবাল হোসেন, ইদ্রিস আলী, আমিরুল ইসলাম, হাবিবুর রহমান, আজারুল ইসলাম, আরমান হোসেনসহ আরও অনেকেই।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মিথ্য অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছ। আমি যদি অপরাধী হই সরকার তদন্ত করে আমাকে অপসরণ করুক।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |