কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকেলে চন্ডীপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনের আয়োজন করে। চন্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে দলের সভাপতি পদ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। দলীয় নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল আলম বলেন, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনেক প্রার্থী নাম ঘোষণা করে। তারা বিভিন্ন প্রার্থীর নামে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে প্রার্থীদের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনায় হাতাহাতির ঘটনা ঘটে। এরপরই সংঘর্ষে লিপ্ত হয়। চেয়ার ভাঙচুর করে। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। এলাকার মানুষ বসে কমিটি গঠন করতে চেয়েছিল।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দুইজন প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা জেনেছি। এই ঘটনায় ৫ জন আহত হয়েছে। এর মধ্যে দুই জন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ও তিনজন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আরটিভি/এআর