ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ময়মনসিংহ নগর ভবনে অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদকের অভিযান 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:১০ পিএম


loading/img
ছবি: আরটিভি

ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন কাজের অনিয়মের অভিযোগের সত্যতা যাচাইয়ে নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে দুদকের প্রতিনিধিদল এ অভিযান শুরু করে।

দুদক সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সিটি করপোরেশন একজন বাসিন্দা সড়ক নির্মাণ কাজ যতটুকু হয়েছে, তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নির্মাণ প্রকল্পের কাজ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। দেশের পট পরিবর্তনের পর অনেক ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় পরে এক বছর বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। ২০১৮ সালে সিটি করপোরেশন ৩৩টি ওয়ার্ডে সাধারণ নাগরিকদের দুর্ভোগ বিবেচনায় সরকার ২০২০ সালের ৭ ডিসেম্বর এই বিশেষ প্রকল্পগুলো অনুমোদন দেয়।এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৭৫ কোটি টাকা। 

এ বিষয়টি নিয়ে দুদকের ময়মনসিংহের সহকারী পরিচালক বুলু মিয়া জানান, সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়নকাজে অনিয়মের অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে গিয়ে প্রতিটি কাজ মূল্যায়ন ও যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে অনিয়ম পাওয়া গিয়েছে কিনা এ বিষয়ে এখনই মন্তব্য করতে অপারগতা জানান।

এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দুদকের অভিযান সম্পর্কে তারা আগে থেকে অবগত না। এভাবে অভিযান পরিচালনা করে সিটি করপোরেশনের মান ক্ষুণ্ণ হয়েছে। তারপরেও দুদকের চাহিদার প্রেক্ষিতে আমাদের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। কাজ শেষ না করে কোন ঠিকাদারকে বিল দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |