ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ভুট্টাখেতে পড়ে ছিল প্রতিবন্ধী যুবকের মরদেহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ  

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাসুদ হাসান রঞ্জু (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের মাঠের একটি ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক মশিউর রহমান।

নিহত মাসুদ হাসান রঞ্জু একই গ্রামের আজিজুর রহমানের ছেলে। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের। 

বিজ্ঞাপন

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘সন্ধ্যায় বদনপুর গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেতে রনজুর মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি শারীরিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্থানীয়রা। মরদেহের সুরতহাল প্রতিবেদনের কাজ চলছে।’

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |