ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

সুনামগঞ্জে আ.লীগ ও শ্রমিক লীগের ২ নেতা গ্রেপ্তার 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৩৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলার ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহিনুর (৫২) ও ছাতক উপজেলার তকিপুর গ্রামের বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া (৩৫)।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |