ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

লাখ টাকা চাঁদা ও স্বর্ণালঙ্কার চেয়ে প্রবাসফেরত ব্যক্তিকে চিরকুট

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৪:৪১ পিএম


loading/img
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক লাখ টাকা চাঁদা ও স্বর্ণালঙ্কার চেয়ে জালাল উদ্দীন (৪৯) নামে এক প্রবাস ফেরত ব্যক্তির বাড়িতে লাল চিরকুট দিয়েছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দামুড়হুদা মডেল থানায় অভিযোগ দিয়েছেন তিনি। 

জালাল উদ্দীন দামুড়হুদা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত আমির শেখের ছেলে।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে বলা হয়, মঙ্গলবার রাতে জালাল উদ্দীনের বসত বাড়ির ভেতরে একটি লাল কালি দিয়ে লেখা চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। বুধবার সকালে বিষয়টি তার নজরে আসে। চিরকুটে দুর্বৃত্তরা ১৩ জন সদস্য উল্লেখ করে তার কাছে নগদ ১ লাখ টাকা, ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১ জোড়া স্বর্ণের চেইন, ১ জোড়া স্বর্ণের বালা চাঁদা দাবি করে তারা। 

চিরকুটে আরও বলা হয়, বুধবার রাত ১২ টার ভেতর যদি জিনিসগুলো না দেওয়া হয় তাহলে জালালসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী জালাল উদ্দীন জানান, আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলাম। সেখান থেকে ফেরার পর কৃষিকাজ করে জীবনযাপন করছি। চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ওই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |