ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

নড়াইলে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৪৬ পিএম


loading/img

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কুন্দসী গ্রাম ভাড়া বাসা থেকে অস্ত্রসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।

গ্রেপ্তারকৃত বাবুল শেখ ও বিপুল শেখ লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার শেখের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা কুন্দসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বালুল ও তার ভাই বিপুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তার বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |