ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ০৫:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছেন। 

বিজ্ঞাপন

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সদস্য ফরম-সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে তারা ফরম সংগ্রহ করেন। 

ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহকারীরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-মুখ্য সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইয়াফি আহমেদ ফাহিম। 

বিজ্ঞাপন

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলার টিম প্রধান মো. তাজুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কর্মসূচি শেষে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে লিখেছেন, ‌বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করে ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-মুখ্য সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইয়াফি আহমেদ ফাহিম।

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |