২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মিথ্যা ও সাজানো মামলায় গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। সেই থেকে তাকে কারাভোগ করতে হয় টানা ১৭টি বছর। এই মিথ্যা মামলায় তিনি ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কারাভোগে থাকা অবস্থাতেই রিমান্ডের নামে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে হয়েছে। ঈদ বা বিশেষ দিনেও তার সঙ্গে পরিবারের কাউকেই দেখা করতে দেওয়া হতো না।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সরকার ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয় যান। এরপর ভাগ্য সহায় হয় মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে থাকা কারাবন্দিদের। মুক্তি পান অসংখ্য কারাবন্দি। এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু।
কারামুক্তির ২ মাস পর আগামী ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার গুলিপেঁচা নিজ এলাকায় আসার কথা রয়েছে আব্দুস সালাম পিন্টুর। এদিন বিকেল ৩টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনার আয়োজন করেছে ভূঞাপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ব্যাপক প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি ও অঙ্গসংগঠন।
উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ১৭ বছর পর কারামুক্ত আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টু ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ভূঞাপুরে আসবেন। তার আগমনে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করেছি। এছাড়াও তার নিজ এলাকায় যাওয়ার কথা রয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডগুলোতে প্রস্তুতি সভা করা হচ্ছে। এতে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা সকল স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।
প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মিথ্যা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল।
আরটিভি/এএএ