ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে: উপদেষ্টা আসিফ  

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৫০ পিএম


loading/img
ছবি: আরটিভি

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মাঝে যে শঙ্কা তৈরি হয়েছিল, ইতোমধ্যে সরকারের নানা উদ্যোগে তার অনেকটা উন্নতি হয়েছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে আরও উন্নতি হবে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার আকাবপুর হাজী ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চবিদ্যালয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ইতোপূর্বে ছিনতাইয়ের সংখ্যাটা বেড়ে গিয়েছিল। তাই নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ঢাকার প্রতিটি অলিগলিতে এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে দ্রুত আপনাদেরকে জানানো হবে। 

এ সময় নতুন রাজনৈতিক দল নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। 

তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। এখন আমি সরকারের দায়িত্বে আছি। আমরা দেশকে গণতান্ত্রিক ধারায় রূপান্তরের যে দায়িত্বটা গ্রহণ করেছি, সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চাই। তাই আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারব না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয়, বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল আছে সবাই জনকল্যাণমুখী হবে। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম ইতিবাচক হতে হবে।  

বিজ্ঞাপন

আরটিভি/আইএম-টি 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |