ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০১ মার্চ ২০২৫ , ১০:১৬ এএম


loading/img
ছবি: আরটিভি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁও ও বন্দর উপজেলার মদনপুরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের  প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের কশাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। দুবেলা, দুমুঠো খাবার জোগাড় করতেই তারা দিশেহারা হয়ে পড়েছে। এর মধ্যেই রমজান সামনে রেখে দ্রব্যমূল্য আবারও দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে। কিছু মানুষ রমজান এলে সিন্ডিকেট করে বাজারের দাম বাড়িয়ে দেয়। তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, কেউ অন্যায়ভাবে দাম বাড়ালে তার বিরুদ্ধে জামায়াত ব্যবস্থা নিতে বাধ্য হবে। রমজানে দিনের বেলায় কোনো হোটেল ও রেস্তোরাঁ খোলা যাবে না।’

অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানিয়ে হাফিজুর রহমান বলেন, ‘সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সেহরি ও ইফতার করতে পারে, সে জন্য প্রয়োজনে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে হলেও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। রমজানে পণ্যের কারসাজি হলে আমরা মানব না।’

সোনারগাঁ উত্তর থানা আমির মাওলানা মো. ইসহাকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলার কর্মপরিষদ সদস্য মো. সালাহ উদ্দিন, মাওলানা মো. খোরশেদ আলম, সোনারগাঁ দক্ষিণ থানা সেক্রেটারি মো. আসাদুল ইসলাম, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, মো. ইয়াছিন মোল্লা এবং মো. ইয়াছিন মিয়া প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |