গাজীপুরের শ্রীপুরে ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপরে উঠে গেলে নোহা মাইক্রোবাসের সাথে সংঘর্ষে এক পরিবারের পাঁচ সদস্যসহ ছয়জন আহত হয়। দুর্ঘটনার পর সড়কে অল্প সময়ের জন্য যানজট লেগে থাকে। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস রেকার দিয়ে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনোয়ারা কম্পোজিট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী।
আহতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পিয়াপুর গ্রামের প্রবাস ফেরত আল মামুন (৪৫), তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩৮), ছেলে আল আমীন আহম্মেদ (১০), মেয়ে মেহজাবিন আক্তার (২), ছোট ভাই রাজন আহাম্মেদ (২৫) এবং মাইক্রোবাসের চালক আতিকুল ইসলাম। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, ঢাকাগামী ড্রাম ট্রাক মহাসড়কের আনোয়ারা কম্পোজিট কারখানার সামনে আসলে হঠাৎ করে স্টিয়ারিংয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ করতে না পারলে ট্রাকটি সড়ক বিভাজকের ওপরে উঠে গেলে অপর পাশে ময়মনসিংহগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা প্রবাস ফেরত আল মামুনসহ তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং ভাইসহ চালক আহত হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও বলেন, আল মামুন সোমবার সকালে প্রবাস থেকে দেশে ফিরেন। পরিবারের সদস্যরা তাকে বিমান বন্দরে রিসিভ করতে গিয়েছিল। সেখান থেকে ভাড়া মাইক্রোবাসে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পিয়াপুর গ্রামের বাড়িতে ফিরছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনোয়ারা কম্পোজিট কারখানার সামনে পৌছালে এ দুর্ঘটনা ঘটে।
আরটিভি/এমকে/এস