নোয়াখালীর হাতিয়ায় উপজেলা ও পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে উপজেলা যুবদলের আহ্বায়ক, ফাহিম উদ্দিনকে সদস্য সচিব ঘোষণা করা হয়। একইভাবে মোমিন উল্যাহ রাসেলকে হাতিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক ও কাউসার মোস্তফাকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয় আরিফুল ইসলাম হাওলাদারকে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আংশিক ঘোষিত এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ও পৌর যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক (পূর্ণাঙ্গ) কমিটি গঠন করবেন।
দীর্ঘ ছয় বছর পর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১৮ সালের শেষের দিকে আহবায়ক কমিটি করা হলেও তারা সে সময় পূর্ণাঙ্গ কমিটি রূপ দিতে পারে নাই।
এই আহ্বায়ক কমিটি ঘোষণা করার মধ্য দিয়ে হাতিয়ায় বিএনপির রাজনীতিতে ব্যক্তি নির্ভর রাজনীতির প্রভাব মুক্ত হয়েছে বলে নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এখন সবাই স্ব স্ব অবস্থান থেকে স্বাধীনভাবে সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
আরটিভি/এএএ