লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজাকে যৌতুক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৫ মার্চ) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতের জারিকারক মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে রেজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসিফের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম মুন্নী এ মামলা দায়ের করেন।
আসিফ নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ধন্যপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। বাদী মুন্নী লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের নুরুল ইসলাম মিয়ার মেয়ে।
বাদীর আইনজীবী মুহাম্মদ মোরশেদ আলম শিপন জানান, যৌতুক মামলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসিফ রেজাকে কারাগারে পাঠানো হয়েছে। এতে আমরা ন্যায় বিচার পাবো বলে আশা করছি।
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে এ ঘটনায় কোন কাগজপত্র পাওয়া যায়নি। কাগজপত্র পেলে অফিসিয়ালভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ/এস