নারায়ণগঞ্জের বন্দরে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উপজেলার মদনপুরের দেওয়ানবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নাসিক ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন ও একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে ওবায়দুল্লাহ।
ঘটনাস্থলে যাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক মতিউর জানান, তারা তিনজন মিলে মোটরসাইকেল যোগে বন্দরের মদনপুর থেকে মুরাদপুর যাওয়া পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাংকলরির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।
আরটিভি/কেএইচ