ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে শহীদ মিনার চত্বর থেকে ৫ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ , ১১:৩৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের ভেতর থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ মার্চ) বিকেলে কলেজের শহীদ মিনারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছনে একটি শপিং ব্যাগে ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য পানিতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। কে বা কারা ককটেলগুলো রেখেছিল তার অনুসন্ধান শুরু হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |