ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

হিলিতে কমেছে বেগুন, শসা ও লেবুর দাম

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০২:০৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে বেগুন, শসা ও লেবুর দাম। বর্তমানে বেগুন কেজি প্রতি প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা কমে ৪০ থেকে ৫০ টাকা, শসা কেজি প্রতি ১০ টাকা কমে ৩০ টাকা, খিরা কেজি প্রতি ১০ টাকা কমে ২০ টাকা এবং লেবু হালি প্রতি ১৫ টাকা কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। 

বিজ্ঞাপন

বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমতে শুরু করেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। রমজান মাসে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 

রোববার (৯ মার্চ) দুপুরে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

হিলি বাজারে সবজি কিনতে আসা মোসলে উদ্দীন বলেন, কয়েক দিনের তুলনায় বর্তমানে বেগুন, শসা ও লেবুর দাম কমেছে। তবে বেগুনের দাম ২০ টাকার মধ্যে থাকলে ভালো হতো। রমজান মাসে বেগুন, শসার এবং লেবুর চাহিদা বেশি থাকে। কোন অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় দাম যেন বৃদ্ধি না করতে পারে নেই জন্য প্রশাসনের উচিত এই নিত্যপণ্যগুলোর প্রতি বিশেষভাবে নজর দেওয়া।

বিজ্ঞাপন

হিলি বাজারে সবজি বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন মোকামে বেগুন, শসা এবং লেবুর সরবরাহ বৃদ্ধির কারণে দাম কিছুটা কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। রমজান মাস উপলক্ষে এইসব নিত্যপণ্য বিক্রির অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রমজান মাসে দাম বৃদ্ধি হবে না বলেও জানান তিনি। 

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |