ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ  

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ১১:১৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষারিয়াচর ব্রিজের ওপর মালবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরও একজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম তানভির হাসান মজুমদার (২৫)। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার টমসম ব্রিজ এলাকার জাকির হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে চড়ে দুই বন্ধু ঢাকা থেকে কুমিল্লা কোতোয়ালি থানার টমসম ব্রিজ এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে মালবাহী লরির ধাক্কায় ঘটনাস্থলেই তানভিরের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা বন্ধু ফয়সাল মিয়া আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, দুই বন্ধু ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার ঘটনাস্থলেই তানভির নামের একজনের মৃত্যু হয়। তারা দুজনই আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পঞ্চম সেমিস্টারের ছাত্র। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |