ঢাকা

হাসপাতালের টয়লেটে পড়ে ছিল নবজাতকের মরদেহ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০১:০১ পিএম


loading/img
ফাইল ছবি।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের টয়লেট থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) দুপুরে টয়লেটের পাইপ থেকে মরদেহটি উদ্ধার করা হয় হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী জানান, সকালে ইমার্জেন্সিতে রোগীদের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর জানতে পেরে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পান। মরদেহটি হাসপাতালের ভেতর থেকে না বাইরে থেকে কেউ ফেলে গেছে তা এখনো নিশ্চিত নই। পুলিশকে জানালে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে উদ্ধার করা নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |