মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ , ১১:০৮ এএম


মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

মাদারীপুরে অসাবধানতাবশত ৫তলা ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম সরদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। 

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে মিলন সিনেমা হল-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

সিয়াম সরদার ওই এলাকার ফারুক সরদারের ছেলে।

বিজ্ঞাপন

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম সরদার ইফতারের পর তাদের নিজস্ব ভবনের ছাদে যান। এ সময় ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। তাকে গুরুতর অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জেনেছি সিয়াম সরদার ইফতারের পর ছাদে মুঠোফোনে কথা বলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission