ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

ধর্ষণ প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: মুরাদ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ  

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ১০:০৫ এএম


loading/img
ছবি: আরটিভি

দেশজুড়ে ভয়াবহভাবে ধর্ষণ বেড়েছে বলে মন্তব্য করে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, যত দিন যাচ্ছে নারী নির্যাতন, সহিংসতা ও ধর্ষণ বেড়ে চলেছে। ধর্ষণ প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) ধামরাইয়ের নান্নার ইউনিয়নের এলোকেশী উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। 

ষড়যন্ত্র রুখতে দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, গত সাত মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা আসেনি। ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে।

মাহিদের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা মো. শামসুদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন, এবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম, খলিলুর রহমান, সাজাহান মোল্লা, মিজানুর রহমান, মোহাম্মদ নাছিরসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |