ময়মনসিংহে ভাতিজার নির্মম নির্যাতনের শিকার বৃদ্ধ  

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ০৫:২৯ পিএম


ময়মনসিংহে ভাতিজার নির্মম নির্যাতনের শিকার বৃদ্ধ  
ছবি: আরটিভি

ময়মনসিংহের নান্দাইলে জমি দখলকে কেন্দ্র করে সৌদি প্রবাসী দুই ছেলের বৃদ্ধ বাবা সুলতান মিয়াকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন দূর সম্পর্কের ভাতিজা । এতে বেশ কয়েকদিন ধরে তিনি আহত অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এ ঘটনায় হতভম্ব স্বজন ও স্থানীয়রা দোষীদের বিচার দাবি করেছেন। 

বিজ্ঞাপন

নান্দাইলের কপালহর গ্রামের বাসিন্দা সুলতান মিয়া। বিগত কয়েক বছর ধরে তার দুই ছেলে সৌদি থাকায় পারিবারিক অবস্থার পরিবর্তন হয়। গ্রামে দুতলা বাড়ি ও জমিজমা কেনায় ভাতিজার রোষানলে পড়তে হয় তাকে। গত ২৫ ফেব্রুয়ারি ৮ শতক জমিতে চাষাবাদকে কেন্দ্র করে ভাতিজা সজিব, রাকিব, শামসুদ্দিন এবং খোকন লোহার রড এবং লাঠিসোঁটা নিয়ে আঘাত করে। হাত, পা ব্যান্ডেজ নিয়ে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ষাটোর্ধ সুলতান মিয়া।

এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সুলতানের স্ত্রী। তিনি বলেন, এমনভাবে আমার স্বামীর উপর অত্যাচার করা হয়েছে। এখন তার হাত-পা ভাঙা। আমার ছেলেরা দেশে থাকলে এমন ঘটনার সাহস পেত না।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, এমন ঘটনায় আমরা হতভম্ব। সুলতান মিয়া গ্রামের একজন সহজ-সরল মানুষ। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এদিকে, সুলতানকে মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছেন পুলিশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission