গোপালগঞ্জে ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার ৩

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৫ মার্চ ২০২৫ , ০৬:৫৪ পিএম


গোপালগঞ্জে ডাকাতি ও হত্যা মামলায় গ্রেপ্তার ৩
ছবি: আরটিভি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচিত ডাকাতি ও হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলো- কোটালীপাড়া উপজেলার চৌরখালী গ্রামের আতা শেখের ছেলে সামিউল শেখ, পার্শ্ববর্তী তিলবাড়ী গ্রামের সোহরাব খানের ছেলে মোরশেদ আলম ওরফে কামাল ও একই উপজেলার শওকত আলী ভূইয়া।

বিজ্ঞাপন

পুলিশ সুপার জানান, গত ১১ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের দন্তচিকিৎসক পল মজুমদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা পল মজুমদারদের ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বেঁধে হত্যা করে নগদ আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় পল মজুমদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।

পরদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার খান মার্কেট এলাকা থেকে আসামি সামিউল শেখকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ। তারই দেওয়া তথ্যমতে আসামি মোর্শেদ আলম ওরফে কামালকে বাগেরহাটের কচুয়া থানার কামারগাতী এলাকা থেকে এবং আরেক আসামি শওকত আলী ভুঁইয়াকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আসামিরা ডাকাতি ও হত্যার সাথে জড়িত ছিল বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission