ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সম্পূর্ণ সংস্কার শেষে নির্বাচন হলে সুষ্ঠু হবে: ইকবাল হোসাইন

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ১১:০২ পিএম


loading/img
ছবি: আরটিভি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ সংস্কার শেষ করে আগামী জাতীয় নির্বাচন হলে তা হবে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ইচ্ছেমতো ভোট দিতে পারবেন। তাই রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ, পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দাবি করা থেকে বিরত থাকুন।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) বিকেলে সোনারগাঁ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মো. শাহ জালালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সহসেক্রেটারি আবু সাঈদ মুন্না, সোনারগাঁ উপজেলা জামায়াত ইসলামী উত্তরের সভাপতি মো. ইসহাক মিয়া, দক্ষিণের আমির মো. মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব-এডিটর রুহুল আমিন।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |