ভাড়াটিয়া সেজে বাড়িতে লুট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ১১:৩৮ এএম


ভাড়াটিয়া সেজে বাড়িতে লুট
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে থানা সংলগ্ন এলাকায় ভাড়াটিয়া সেজে এক সাংবাদিকের ছেলেকে অজ্ঞান করে বাড়িতে নগদ টাকা লুট করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি উপজেলার বরাত নগর এলাকায় ধামরাই থানার পাশে দৈনিক কালের কণ্ঠের ধামরাই প্রতিনিধি ও ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী ওই সাংবাদিকের পরিবারের সদস্যরা জানান, রোববার দুপুর ১২টার দিকে কালো রঙের বোরখা পরিহিত দুই নারী, ১৬ থেকে ১৭ বছর বয়সী এক যুবক ও এক শিশু সাংবাদিক আবু হাসানের বাড়িতে আসেন। এ সময় বাড়িটিতে সাংবাদিকের ছেলে মোহাম্মদ তানভীর একাই ছিলেন। তারা বাড়িটিতে ভাড়া নেওয়ার কথা বলে বাসা দেখাতে বলেন। তানভীর তাদের বাসা দেখানোর পর ভাড়া নিয়ে কথা বলার একপর্যায়ে ওই দুর্বৃত্তদের সঙ্গে থাকা যুবক তাকে মুখে চেতনানাশক মেশানো রুমাল চেপে ধরে। এতে তানভীর অজ্ঞান হয়ে যান। এরপর তারা বাড়িটির পাঁচটি কক্ষের আলমারি, ওয়ারড্রব ও সিন্দুক ভেঙে ২ লাখ ২৫ হাজার টাকা লুট করে। প্রায় দুই ঘণ্টা পর তানভীরের বন্ধুরা ঘুরতে এসে তাকে অজ্ঞান অবস্থায় পায়। প্রাথমিক চিকিৎসা দিলে তার জ্ঞান ফেরে।

মোহাম্মদ তানভীর বলেন, কালো রঙের বোরখা পরিহিত দুজন নারী, একজন যুবক ও একটি শিশু বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে প্রবেশ করে। বাসা দেখানোর পর ভাড়া নিয়ে আলোচনার একপর্যায়ে তারা চেতনানাশক কোনো কিছু দিয়ে আমাকে অজ্ঞান করেন। প্রায় ২ ঘণ্টা পর আমার জ্ঞান ফেরে। এ সময় আমাকে খুঁজতে আসা আমার দুজন বন্ধুকে আমার পাশে দেখতে পাই।

বিজ্ঞাপন

ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি আবু হাসান বলেন, ঘটনার সময় আমার ছেলে একা বাসায় ছিল। দুপুরে খবর পেয়ে বাসায় এসে দেখি বিভিন্ন কক্ষের আলমারি, ওয়ারড্রব, সিন্দুক ভেঙে মালামাল উলটপালট করেছে দুর্বৃত্তরা। তারা বাসায় নগদ ২ লাখ ২৫ হাজার টাকা ছিলো সেটি নিয়ে গেছে।

তিনি বলেন, থানা সংলগ্ন আমার বাসা এছাড়াও আমি একজন সাংবাদিক হয়েও যদি আমার বাসায় এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি আশা করবো পুলিশ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনবেন। এ ঘটনায় মামলা দায়ের করবো। 

ধামরাই ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সম্ভবত অজ্ঞান পার্টির লোকজন ওই বাসায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢুকে সাংবাদিক আবু হাসানের ছেলেকে অজ্ঞান করে এই ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেছেন দুর্বৃত্তরা তার বাসার আলমারি, ওয়ারড্রব খুলে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, আমরা মামলা নিচ্ছি। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও বিষয়টি জানানো হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission