ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

তাহিরপুরে ৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ০৪:৪৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

সুনামগঞ্জের তাহিরপুরে চারদিন ধরে নিখোঁজ রয়েছে আমিনা আক্তার খাদিজা (১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রী। মায়ের কাছে বড় বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

নিখোঁজ থাকা আমিনা আক্তার খাদিজা তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের মৃত শাহীন মিয়ার মেয়ে ও তাহিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, খাদিজার মা কানন বেগম গত বৃহস্পতিবার তার বড় মেয়ের বাড়ি একই এলাকার শ্রীপুর গ্রামে বেড়াতে গিয়েছিলেন। এরপর শুক্রবার সকালে খাদিজা তার মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। প্রতিবেশী ও নৌকা দিয়ে নদী পার হওয়ার সময় গ্রামের লোকজনকে সে বলেছে শ্রীপুর যাচ্ছে। কিন্তু ওইদিন সে বোনের বাড়ি শ্রীপুরে যায়নি। তার মা বাড়ি ফিরে জানতে পারেন খাদিজা সকালে তার কাছে গিয়েছিল। কিন্তু শ্রীপুর গ্রামে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে যায়নি খাদিজা। এরপর থেকে গত ৪ দিন ধরে তার কোনো খোঁজ-খবর পাচ্ছে না পরিবার ও স্বজনরা। এই ঘটনায় তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা কানন বেগম।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, রতনশ্রী গ্রামের এক ছাত্রী ৪ দিন আগে বোনের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু সে নাকি বোনের বাড়িতে যায়নি, বাড়িতেও ফেরেনি। এই ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। আমরা নানাভাবে তার খোঁজ-খবর নিচ্ছি।

আরটিভি/এএএ  

 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |