ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে ভূমিদস্যুদের দেওয়া অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে অবৈধ বাঁধ উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।
এর আগে, বুধবার (১৯ মার্চ) বিকেলের দিকে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় তিতাস নদীতে ভূমিদস্যুদের দেওয়া অবৈধ এ বাঁধ উচ্ছেদ করা হয়। এ সময় উপজেলা ভূমি অফিস, মৎস্য অফিস ও পানি উন্নয়ন বোর্ডের অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান বলেন, ভূমিদস্যুরা প্রবাহমান তিতাস নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে পানি সেচে মাছ ধরতো। পাশাপাশি ধারণা করা যাচ্ছে এ বাঁধের ওপর দিয়ে ফসলি জমির মাটিও কেটে নিতো।
আরটিভি/এমএ/এস